Sunday 9 February 2014

Boro Shonkote Poria Doyal – বড় সংকটে পড়িয়া দয়াল


শিরোনামঃ বড় সংকটে পড়িয়া দয়াল
লালন গীতি

বড় সংকটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাওব্রে দয়াময়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
(তোমার ও ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই কর তুমি) ২
রাখো মার সে নাম নামি
তোমার এই জগত
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
পাপী অধম তারই তে সাই
পতিত পবন নাম শুনতে পাই
 সত্য মিথ্যা জানব হেতায়
তারা কিতে আজ আমায়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
কশর পেয়ে মার যারে
আবার দয়া হয়গো তারে
লালন বলে এ সংসারে
আমি কি তোমার কেহই নয়
ক্ষম ক্ষম অপরাধ
বড় সংকটে পরিয়া দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ

No comments:

Post a Comment