Jiggashile Khodar Kotha (জিজ্ঞাসিলে খোদার কথা)
শিরোনামঃজিজ্ঞাসিলে খোদার কথা
লালন গীতি
পৃথিবী গোলাকার শুনি
শিরোনামঃজিজ্ঞাসিলে খোদার কথা
লালন গীতি
আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি তার ভেধ জানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা
কেন জিজ্ঞাসিলে খোদার কথা
দেখায় আসমানে।।
পৃথিবী গোলাকার শুনি
অহর্নিশি ঘোরে আপনি।
তাইতে হয় দিন-রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।
তাইতে হয় দিন-রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।
একদিকেতে নিশি হলে
অন্যদিকে দিবা বলে
আকাশতো দেখে সকলে
আকাশতো দেখে সকলে
খোদা দেখে কয়জনে।।
আপন ঘরে কে কথা কয়
না জেনে আসমানে তাকায়
লালন বলে কেবা কোথায়
লালন বলে কেবা কোথায়
বুঝিবে দিব্যজ্ঞানে।।
No comments:
Post a Comment