Sunday 9 February 2014

Mon Shohoje Ki Shoy Hoba  (মন সহজে কি সই হবা)

 

শিরোনামঃমন সহজে কি সই হবা 

লালন গীতি

 

চিরদিন ইচ্ছা মনে আইল ডিঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা।।
 
ডাবার পর মুগুর প'লে
সেইদিনে গা টের পাবা।।
 
বাহার তো গেছে চলে পথে যাও ঠেলা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তবু দেখি গেলো না তোর ত্যাড়া চলন বদলোভা।।

সুখের আশ থাকলে মনে
দুঃখের ভার নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা।
সুখ চেয়ে সোয়াস্তি ভালো শেষকালে তে পস্তাবা।।

ইল্লতে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে
খাজলতি কিসে ধুবা।
লালন বলে হিসাব কালে সকল ফিকির হারাবা।।

Emon Manob Jonom Aar ki hobe  (এমন মানব জনম আর কি হবে)




শিরোনামঃএমন মানব জনম আর কি হবে
লালন গীতি


এমন মানব জনম আর কি হবে।
মন যা কর ত্বরায় কর এই ভবে।।

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবরূপের উত্তম কিছুই নাই।
দেব দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে।।

কত ভাগ্যের ফলে না জানি
পেয়েছ এই মানব তরণী।
বেয়ে যাও ত্বরায় তরী
সুধারায় যেন ভরা না ডোবে।।

এই মানুষে হবে মাধুর্য্য ভজন
তাইতে মানবরূপ গঠলেন নিরঞ্জন।
এবার ঠকলে আর না দেখি কিনার
অধীন লালন কয় কাতর ভাবে।।
Shomoy Gele Shadhon Hobe Na  (সময় গেলে সাধন হবে না)

শিরোনামঃ সময় গেলে সাধন হবে না
লালন গীতি

সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।

জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।।

অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।।

অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না।।

Dhonno Dhonno boli tare  (ধন্য ধন্য বলি তারে)


শিরোনামঃধন্য ধন্য বলি তারে
লালন গীতি

ধন্য ধন্য বলি তারে।
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে।।

ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।

ঘরের মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

Jiggashile Khodar Kotha (জিজ্ঞাসিলে খোদার কথা)


শিরোনামঃজিজ্ঞাসিলে খোদার কথা
লালন গীতি


আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি তার ভেধ জানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা
দেখায় আসমানে।।

পৃথিবী গোলাকার শুনি
অহর্নিশি ঘোরে আপনি।
তাইতে হয় দিন-রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।

একদিকেতে নিশি হলে
অন্যদিকে দিবা বলে
আকাশতো দেখে সকলে
খোদা দেখে কয়জনে।।
আপন ঘরে কে কথা কয়
না জেনে আসমানে তাকায়
লালন বলে কেবা কোথায়
বুঝিবে দিব্যজ্ঞানে।।


Eshob dekhi kanar haat baazar (এসব দেখি কানার হাট বাজার)

শিরোনামঃ এসব দেখি কানার হাট বাজার
লালন গীতি 

বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।

পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে
চেনে না সীমানা কার।


এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।

কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।
এসব দেখি কানার হাট বাজার
 
Boro Shonkote Poria Doyal – বড় সংকটে পড়িয়া দয়াল


শিরোনামঃ বড় সংকটে পড়িয়া দয়াল
লালন গীতি

বড় সংকটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাওব্রে দয়াময়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
(তোমার ও ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই কর তুমি) ২
রাখো মার সে নাম নামি
তোমার এই জগত
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
পাপী অধম তারই তে সাই
পতিত পবন নাম শুনতে পাই
 সত্য মিথ্যা জানব হেতায়
তারা কিতে আজ আমায়
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম ক্ষম অপরাধ
কশর পেয়ে মার যারে
আবার দয়া হয়গো তারে
লালন বলে এ সংসারে
আমি কি তোমার কেহই নয়
ক্ষম ক্ষম অপরাধ
বড় সংকটে পরিয়া দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ